সিডনিতে দর্পণের আয়োজনে উৎসবমুখর শারদীয় দুর্গাপূজা

দর্পণ কালচারাল অ্যান্ড রিলিজিয়াস এসোসিয়েশনের উদ্যোগে সিডনির সেইন্ট মেরি’স মেমোরিয়াল হলে তিন দিনব্যাপী ধুমধাম করে অনুষ্ঠিত হলো সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
শরতের রোদ, মেঘ আর কাশফুলের আবহে শুক্রবার দেবীর অকালবোধনের মধ্য দিয়ে পূজার সূচনা হয়। সুন্দরভাবে সাজানো প্রতিমা ও বোধনপূজাকে ঘিরে প্রবাসী বাঙালি হিন্দু সমাজ উৎসবমুখর হয়ে ওঠে।
শনিবার সকালে পুষ্পাঞ্জলির মাধ্যমে শেষ হয় পূজার্চনার প্রথম পর্ব। দুপুরে শিশুদের জন্য ছিল চিত্রাঙ্কন ও খেলাধুলার প্রতিযোগিতা। সাংস্কৃতিক পর্বে দর্পণের নবীন সদস্যরা সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে তোলে।
সন্ধ্যায় আরতির সময় ঢাকের তালে তালে মুখরিত হয় প্রাঙ্গণ। এরপর বড়দের সাংস্কৃতিক পরিবেশনায় মাতৃস্মরণ ও ভক্তির আবহে ভরে ওঠে অনুষ্ঠানস্থল।
রবিবার দশমীতে ছিল অঞ্জলি, সিঁদুর খেলা এবং প্রবাসী বাঙালিদের মিলনমেলা। প্রতিদিন দুপুর, সন্ধ্যা ও রাতের প্রসাদ বিতরণ পূজার আনন্দকে আরও পরিপূর্ণ করে তোলে।
তিন দিনের মহোৎসব শেষে বিদায়ের বেদনাময় মুহূর্তে সবাই একসুরে বলেছে “আসছে বছর আবার হবে।”