‘বাড়ির নাম শাহানা’ মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে 

‘বাড়ির নাম শাহানা’ মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে 

বাংলাদেশের গ্রামীণ জীবনের আবহে তৈরি এক সাহসী নারীর গল্প। ১৯৯০ এর দশকে সমাজের কটূক্তি আর পারিবারিক সম্মানের বোঝা অস্বীকার করে নিজের শর্তে বাঁচতে চেয়েছিলেন দীপা। তাঁর জীবনসংগ্রাম নিয়েই নির্মিত হয়েছে চলচ্চিত্র “বাড়ির নাম শাহানা” বা A House Named Shahana. 

স্থানীয় পরিবেশক Screenxcope এর ব‍্যানারে সারা অস্ট্রেলিয়ায় শুভমুক্তি হচ্ছে সিনেমাটির। আগামী ১২ অক্টোবর মেলবোর্নের হয়টস এবং ১৯ অক্টোবর সিডনিতে হয়টস ব‍্যাংকস্টাউনে ছবিটি প্রদর্শিত হবে। অস্ট্রেলিয়ায় ছবিটির মিডিয়া পার্টনার হিসেবে থাকবে প্রশান্তিকা। 

পরিচালক লিসা গাজীর নির্মিত এ চলচ্চিত্রে দেখা যাবে দীপার অসাধারণ যাত্রা। ইংল্যান্ডে প্রবাসীর  সঙ্গে টেলিফোনে বিয়ে করে দীপার জীবন শুরু হয় দাম্পত্য নির্যাতনের মধ্যে দিয়ে। কিন্তু ভেঙে পড়েননি তিনি। সম্পর্ক থেকে বেরিয়ে এসে ফিরে এসেছেন নতুন শক্তি নিয়ে। সাত বছর পর তিনি এক আত্মবিশ্বাসী পেশাজীবী। তবুও সমাজের দৃষ্টিভঙ্গি ও পরিবারের সম্মানের চাপের বিরুদ্ধে তাঁকে লড়াই চালিয়ে যেতে হয়।

চলচ্চিত্রটি ইতোমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে সাড়া ফেলেছে। বিশ্বব্যাপী ১৬টিরও বেশি উৎসবে প্রদর্শিত হয়েছে এবং ভারতের মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে পেয়েছে Gender Sensitivity Award। এছাড়া ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল মেলবোর্নে সেরা চলচ্চিত্র (উপমহাদেশ) বিভাগে মনোনয়ন পেয়েছে।

বাংলাদেশে ছবিটি মুক্তি পাবে আগামী ১৯ সেপ্টেম্বর। অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও অ্যাডেলেইডে মুক্তি নির্ধারিত হয়েছে ১২–১৯ অক্টোবর ২০২৫–এর মধ্যে। আগ্রহী দর্শকেরা deshievents সাইট থেকে টিকেট ও অন্যান‍্য তথ‍্য সংগ্রহ করতে পারবেন।