সিডনিতে ‘কিত্তনখোলা’র পুনর্মিলনী: বাংলা নাটকের প্রাণবন্ত উৎসব

প্রশান্তিকা ডেস্ক: কিত্তনখোলা নাটকটি প্রয়াত কিংবদন্তি নাট্যকার সেলিম আল দীনের অমর সৃষ্টি। অস্ট্রেলিয়ায় নাটকটির পুনঃমঞ্চায়ন করেন সিডনিবাসী গুণী নির্দেশক শাহীন শাহনেওয়াজ। সিডনিসহ বেশ কয়েকটি শহরে এটির মঞ্চায়ন ভীষণ জনপ্রিয় হয়ে ওঠে।
এই সফলতার ধারাবাহিকতায় তাঁর হাতে গড়া সখের থিয়েটারের আয়োজনে গত ২৬ জুলাই সিডনির মিন্টোতে জমিদার বাড়ি রেস্টুরেন্টে একটি মিলনমেলা অনুষ্ঠিত হয়। নাট্যকার শাহীন শাহনেওয়াজ এই মিলনমেলাকে ‘কিত্তনখোলা-পুনর্মিলনী’ আখ্যা দিয়েছেন। শখের থিয়েটারের কর্মীরা ছাড়াও কমিউনিটির সুধীজনেরা এতে অংশ নেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাকিল চৌধুরী ও আফসানা রুচি। শুরুতেই মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। শখের থিয়েটারের কর্ণধার শাহীন শাহনেয়াজ কিত্তনখোলা নাটকের অভিনেতা, অভিনেত্রী ও কলাকুশলীদের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেন। শিশু-কিশোর ও কিত্তনখোলা নাটকের কলাকুশলীরা কেক কেটে এই মিলনমেলার যাত্রা শুরু করেন।
অনুষ্ঠানে কমিউনিটি ব্যক্তিরা প্রবাসে এরকম একটি নাটক মঞ্চায়নের গুরুত্ব এবং বাংলা সংস্কৃতি বিকাশে সখের থিয়েটারের ভূমিকার প্রশংসা করেন। এ পর্যায়ে বক্তব্য প্রদান করেন সংগঠক নেহাল নেয়ামুল বারী, প্রখ্যাত শিল্পী সিরাজুস সালেকীন, সংগঠক শেখ শামীম, অভিনেতা মাজনুন মিজান প্রমুখ।
শখের থিয়েটারের পক্ষ থেকে আলোচনায় অংশ নেন শাহীন শাহনেয়াজ, সাজু, হিল্লোল, ফয়সাল, মেহেদী, জাকির, শিরীন, আফসানা ও সায়েম।
শাহীন শাহনেয়াজ তাঁর বক্তব্যে বলেন, “এই অনুষ্ঠান কেবল একটি নাটকের পুনর্মিলনী নয়, এটি আমাদের নাট্যপ্রেম, বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি দায়বদ্ধতার বহিঃপ্রকাশ।” তিনি ভবিষ্যতে আরও বড় কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
সিডনিবাসী অভিনেতা ও নাট্যকার মাজনুন মিজান বলেন, “জমিদার বাড়ির এই মিলনমেলা যেন পরিণত হয়েছিল এক টুকরো ঢাকা থিয়েটারে।” তিনি শখের থিয়েটারের উত্তরোত্তর সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছিলেন প্রবাসী সাংবাদিক, ব্যবসায়ী, উদ্যোক্তা এবং সব শ্রেণির সুধীজনেরা।
শেষ পর্যায়ে দর্শকেরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। আরও ছিল মুখরোচক নৈশভোজ।