ইঙ্গেলবার্নে শনিবার শারদ মেলা, সম্মাননা পাচ্ছেন চার গুণীজন

সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বাংলাদেশী অধ্যুসিত ইঙ্গেলবার্নে আগামীকাল শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে শঙ্খনাদ আয়োজিত শারদ মেলা। দিনব্যাপী এই আয়োজন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে ইঙ্গেলবার্ন গ্রেগ পারসিভাল হলে।
মেলায় থাকবে শাড়ি স্টল, ফ্যাশন শো, খাবারের দোকানসহ নানা আয়োজন। লাইব্রেরি হলে আয়োজন করা হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
এবারের শারদ মেলায় কমিউনিটিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ চারজন বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মাননা জানানো হবে। তারা হলেন—
- সাবেক কাউন্সিলর প্রবীর মৈত্র,
- লেখক ও কলামিস্ট অজয় দাশগুপ্ত,
- কাউন্সিলর মাসুদ চৌধুরী,
- এবং ড. সমীর সরকার।
শঙ্খনাদ ইনকের পক্ষ থেকে জানানো হয়, “এবারের মেলায় গুণীজনদের সম্মাননা প্রদানের মাধ্যমে আমরা কমিউনিটির অবদানকে স্বীকৃতি জানাচ্ছি। সবাইকে মেলায় অংশ নিয়ে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার আহ্বান জানাই।” মেলায় অংশ নিতে আগ্রহীরা পোস্টারে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।