মেলবোর্নে বাংলা ক্লাসিক্যাল ফিউশন ফোক অনুষ্ঠানে মুগ্ধতা ছড়াল ব‍্যাকইয়ার্ড প্রোডাকশন 

মেলবোর্নে বাংলা ক্লাসিক্যাল ফিউশন ফোক অনুষ্ঠানে মুগ্ধতা ছড়াল ব‍্যাকইয়ার্ড প্রোডাকশন 

মেলবোর্নের সংগীতপ্রেমীদের জন্য গত ১৪ই সেপ্টেম্বর ছিল এক স্মরণীয় সন্ধ্যা। স্থানীয় বাংলা লোকসংগীত দল ‘ব্যাকইয়ার্ড প্রোডাকশন’ তাদের ছয়টি লোকগানের পরিবেশনার মাধ্যমে দর্শকদের মন কেড়ে নেয়।

চার সদস্যের এই দল শাহবাজ আলভি, রানা হোসেন, সাকিব ও কাজী শরীফ—মঞ্চে একের পর এক জনপ্রিয় ও হৃদয়ছোঁয়া লোকগান পরিবেশন করেন। শুরুতে চারটি গান পরিবেশনের কথা থাকলেও দর্শকদের ব্যাপক অনুরোধে তারা অতিরিক্ত আরও দুটি গান পরিবেশন করেন। তারা একে একে গেয়ে শোনান- সোনার ময়না পাখি; মায়া লাগাইছে; দিনে দিনে; হৃদ মাঝারে রাখবো এবং মাঝে মাঝে তব দেখা পাই। 

দলটির সদস্য রানা জানান, “আমরা মূলত একটি ক্লাসিক্যাল ফিউশন ফোক দল। আমাদের লক্ষ্য বিদেশের মাটিতে থেকেও গানকে জীবিত রাখা এবং দেশকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা।”

চ্যান্ডলার কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই আয়োজনের দায়িত্বে ছিল মেলবোর্নের জনপ্রিয় স্টাইল কনসালটেন্সি ও ইভেন্ট প্রতিষ্ঠান শোস্টপার। তাদের গোছানো আয়োজনেই সঙ্গীতের আবহে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো সন্ধ্যা।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিলেন ইংল্যান্ড থেকে আগত রবীন্দ্রসংগীত দল, যার নেতৃত্ব দেন বিশিষ্ট সংগীতশিল্পী ড. ইমতিয়াজ। তার সঙ্গে মঞ্চে গান পরিবেশন করেন তাঁর দুই কন্যা—উর্বি ও আধোরা। দুই প্রজন্মের এই যুগলবন্দি দর্শকদের আবেগাপ্লুত করে তোলে এবং ব্যাপক প্রশংসা কুড়ায়।

বাংলা সঙ্গীতের ঐতিহ্যকে প্রবাসে তুলে ধরার এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়। ব্যাকইয়ার্ড প্রোডাকশনের সদস্যরা জানিয়েছেন, তারা ভবিষ্যতেও এরকম লোকসংগীতের আসর আয়োজন করার পরিকল্পনা করছেন।