‘প্রিয় পদরেখা- হুমায়ূন আহমেদ’ নিয়ে পড়ুয়ার আসরের নিবেদন ১৬ নভেম্বর 

‘প্রিয় পদরেখা- হুমায়ূন আহমেদ’ নিয়ে পড়ুয়ার আসরের নিবেদন ১৬ নভেম্বর 

বাংলার পাঠককুল এখনো তাঁর লেখনী ও সৃষ্টির মায়ায় বাঁধা। চলে যাওয়ার অনেক বছর পরেও আমরা তাঁর ‘প্রিয় পদরেখা’র শব্দ শুনি। ঠিক এরকম একটি অনুভব নিয়েই এ বছর সিডনির পড়ুয়ার আসর নিবেদন করছে বিশেষ আয়োজন— প্রিয় পদরেখা: Remembering Humayun Ahmed.

আসছে ১৬ নভেম্বর, রবিবার এটি সিডনির দক্ষিণ-পশ্চিমাঞ্চল ম্যাকুয়ারি লিংকস’র গল্ফ ক্লাব হলে অনুষ্ঠিত হবে। সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা এই অনুষ্ঠানে থাকবে কিংবদন্তি কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের লেখা থেকে পাঠ, তাঁর ওপর নির্মিত নাট্যাংশ, আলোচনা অনুষ্ঠান, তাঁর রচিত গান, আবৃত্তি, স্মৃতিচারণসহ নানান আয়োজন। এ উপলক্ষে সিডনির বাংলা বইয়ের দোকান প্রশান্তিকা বইঘর হুমায়ূন আহমেদ রচিত সকল বইয়ের পশরা নিয়ে বসবে।

পড়ুয়ার আসরের পক্ষ থেকে লেখক ও সংগঠক রোকেয়া আহমেদ প্রশান্তিকা জানান, “১৩ নভেম্বর হুমায়ূন আহমেদের ৭৭তম জন্মদিন। এ উপলক্ষে পাঠক ও দর্শকদের সুবিধার্থে ছুটির দিন রবিবার, ১৬ নভেম্বর অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে। অনুষ্ঠানের তারিখ ঘোষিত হওয়ার পর থেকে অনেক হুমায়ূনভক্ত আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা আশা করছি দর্শক, পাঠক ও সুধীজনের মিলনমেলায় পরিণত হবে এই ‘প্রিয় পদরেখা’ আয়োজনটি।”

তিনি আরও বলেন, “আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত। আসুন, সুর ও ছন্দে, গদ্য ও পদ্যে তাঁকে খুঁজে ফিরি নতুন করে।”

প্রশান্তিকা বইঘরের কর্ণধার আতিকুর রহমান শুভ বলেন, “এই হুমায়ূন স্মরণ উপলক্ষে ঢাকা থেকে তাঁর লিখিত সকল বই, যা এই মুহূর্তে পাওয়া যায়, সবই সিডনি এসে পৌঁছেছে। সমগ্র বা সংকলন বাদ দিয়ে তাঁর প্রায় ২০০টি একক বই নিয়ে প্রশান্তিকা বইঘর থাকবে এই আয়োজনের সঙ্গে। সুলভ মূল্যে পাঠকেরা তা সংগ্রহ করতে পারবেন।”

উল্লেখ্য, গত বছর পড়ুয়ার আসরের আয়োজন ছিল বেগম রোকেয়া’র সাহিত্য ও কর্মময় জীবনের ওপর। বাংলার নবজাগরণের এক উজ্জ্বল প্রতীক— একজন সমাজসংস্কারক, লেখিকা ও নারীশিক্ষা আন্দোলনের পথিকৃৎ বেগম রোকেয়ার ওপর অনুষ্ঠিত সেই আয়োজনটি ছিল অত্যন্ত সফল। পড়ুয়ার আসর নিয়মিত তাদের সদস্যদের নিয়ে বিভিন্ন সাহিত‍্যিকদের লেখা নিয়ে পাঠ ও পর্যালোচনার আয়োজন করে থাকে।