মেলবোর্নে ব্র্যাক ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত

মেলবোর্নে ব্র্যাক ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি: গত ১৭ নভেম্বর সন্ধ্যায় অস্ট্রেলিয়ার মেলবোর্নে বসবাসরত ব্র্যাক ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীরা এক আন্তরিক ও প্রাণবন্ত মিলনমেলার আয়োজন করেন। অনুষ্ঠানে মেলবোর্নসহ আশপাশের শহর থেকে বিভিন্ন ব্যাচ ও বিভাগের বিপুলসংখ্যক প্রাক্তন ব্র্যাক শিক্ষার্থী এবং তাদের পরিবারের সদস্যরা অংশ নেন।

আকাশে বৃষ্টির পূর্বাভাস থাকলেও মিলনমেলার পরিবেশ ছিল উৎসবমুখর। গিটার হাতে গান, সমবেত সুর, হাসি-আনন্দ আর আড্ডা—সব মিলিয়ে বিশ্ববিদ্যালয় জীবনের সোনালি দিনগুলো যেন ফিরে এলো। দেশ-বিদেশের নানা স্বাদের খাবারে ছিল পরিপূর্ণ আয়োজন। স্মৃতিচারণ, গল্প, সংগীত—পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উচ্ছ্বাস আর অনাবিল আনন্দ।

তবে মিলনমেলা শুধু বিনোদনেই সীমাবদ্ধ থাকেনি। অস্ট্রেলিয়ায় নতুন আসা ব্র্যাক শিক্ষার্থীদের সহায়তা, মেন্টরশিপ প্রোগ্রাম, সাপোর্ট নেটওয়ার্ক তৈরি, স্টুডেন্ট গাইডেন্স এবং ভবিষ্যতে নিয়মিত কমিউনিটি ইভেন্ট আয়োজন—এসব বিষয় নিয়ে গুরুত্বসহকারে আলোচনা করেন উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা। মেলবোর্নে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি শক্তিশালী, সহযোগিতামূলক কমিউনিটি গড়ে তোলাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

প্রবাসে থেকেও বাংলার প্রতি ভালোবাসা, ঐক্য ও পারস্পরিক সহায়তার দৃঢ় প্রতিশ্রুতি এই মিলনমেলাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে নিয়মিত এমন আয়োজনের পরিকল্পনার কথাও জানান কমিউনিটির সদস্যরা।

ব্র্যাক ইউনিভার্সিটি অস্ট্রেলিয়ান এল্যুমনাই অ্যাসোসিয়েশনের সাথে সরাসরি সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত হতে চাইলে এখানে যোগাযোগ করুন-
ওয়াটস্যাপ: WhatsApp: https://chat.whatsapp.com/GNXauq2ivDSGqH7otIOb6f