সিডনিতে প্রবীণ বাংলাদেশিদের দিনব্যাপী ভ্রমণ : স্মৃতিমাখা আড্ডায় আবেগঘন আয়োজন SBWN-এর
গত শনিবার, ২৩ নভেম্বর ২০২৫, সিডনি বাংলা উইমেনস নেটওয়ার্ক (SBWN) আয়োজন করে বাংলাদেশি কমিউনিটির প্রবীণ সদস্যদের নিয়ে এক ব্যতিক্রমী দিনব্যাপী নেটওয়ার্কিং ভ্রমণ। বিদেশের মাটিতে থেকেও বাংলাদেশি ‘পুরনো দিনের পিকনিক’-এর আবহ ফিরিয়ে আনা ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।
দিনের শুরুতেই SBWN-এর ব্যানার সাঁটা বড় একটি বাস সিডনির তিনটি পয়েন্ট—বল্কাম হিলস, ল্যকেম্বা ও মিন্টো—থেকে উচ্ছ্বসিত খালা-চাচাদের তুলে নিয়ে যাত্রা শুরু করে। বাসে ছিল হাসি-আনন্দ, গল্প-গান, কবিতা আবৃত্তি, খেলা, অগণিত ছবি তোলাসহ টিপিক্যাল বাংলাদেশি আড্ডার উচ্ছ্বাস।
ভ্রমণের চূড়ান্ত গন্তব্য ছিল মনোরম মাউন্ট অ্যানান বোটানিক গার্ডেন। সেখানে সবার জন্য পরিবেশন করা হয় রয়্যাল প্ল্যাটারের সুস্বাদু লাঞ্চ—মালাই চা, গরম কফি আর দারুণ মিষ্টান্ন।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশের সুপরিচিত শিল্পী লুতফা। তাঁর মায়াবী কণ্ঠে গাওয়া প্রিয় গানগুলো প্রবীণদের মন ভরিয়ে দেয়। পুরনো দিনের সিনেমার নায়কদের ছবি দেখে চেনার খেলাটি ছিল সবার কাছে দারুণ আকর্ষণীয়—হাসিখুশি মুখ আর নস্টালজিয়ার ঝলকই বলছিল দিনের আনন্দের গল্প।
অনুষ্ঠান সফল করতে বিশেষ ভূমিকা রাখেন স্থানীয় বাংলাদেশি ক্যামডেন কাউন্সিলর এলিজা রহমান। তাঁর সহযোগিতা, পরামর্শ ও কমিউনিটির প্রতি আন্তরিকতা আয়োজনে বিশেষ মাত্রা যোগ করেছে বলে জানায় SBWN।
দিন শেষে বাসে ফেরার সময় ছিল আবেগঘন মুহূর্ত। অনেক প্রবীণই চোখ ভেজা কণ্ঠে জানান—এটি তাদের সিডনির জীবনের অন্যতম সেরা দিন। SBWN তাদের হৃদয়ে নতুন করে জাগিয়ে দিয়েছে বাংলাদেশের স্মৃতি, ভালোবাসা ও অতীতের সুখস্মৃতি।
SBWN জানায়—প্রবীণরাই কমিউনিটির ভিত্তি। তাদের মুখের হাসি আর আনন্দই সংগঠনের সবচেয়ে বড় সাফল্য।




