সিডনিতে তিন আজাদ কন‍্যার সংগীত সন্ধ‍্যা আগামী ১৫ জুন 

সিডনিতে তিন আজাদ কন‍্যার সংগীত সন্ধ‍্যা আগামী ১৫ জুন 
প্রশান্তিকা ডেস্ক : প্রয়াত প্রখ‍্যাত সংগীতজ্ঞ আজাদ রহমান ও খ‍্যাতিমান কন্ঠশিল্পী সেলিনা আজাদের তিন কন‍্যা রুমানা, রোজানা ও নাফিজা আজাদ আসছেন গানের ডালি নিয়ে। আগামী ১৫ জুন রোববার সন্ধ‍্যায় সিডনির ব‍্যাংক্সটাউন ব্রায়ান ব্রাউন থিয়েটারে অনুষ্ঠিত হবে এই সংগীত সন্ধ‍্যা। An Evening of Bangla Harmony শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজক সংস্কৃতি কেন্দ্র। 
 
প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- আসন্ন এই অনুষ্ঠানের জন‍্য তাঁরা বেছে নিয়েছেন শাস্ত্রীয় সংগীত, পঞ্চ কবির গান, আধুনিক বাংলা গান, লোকসংগীত ও তাদের নিজস্ব সৃষ্টি মৌলিক গান। 
 
আজাদ রহমানের তিন কন‍্যার সমন্বয়ে গড়ে ওঠা এই দলটি ‘আজাদ সিস্টার্স’ নামে অস্ট্রেলিয়ায় শ্রোতাদের খুব প্রিয়ভাজন হয়ে উঠেছে। তারা সকলেই অস্ট্রেলিয়া প্রবাসী। শৈশব থেকেই সংগীতের প্রতি নিষ্ঠা নিয়ে বেড়ে ওঠা তিন বোন উপমহাদেশের শাস্ত্রীয় সংগীত, বাংলা খেয়াল, লোকসংগীত ও আধুনিক গানে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তাদের পিতার হাতে গড়া সংস্কৃতি কেন্দ্র’র সঙ্গে জড়িত রয়েছেন। 
 
আজাদ সিস্টার্স’র অনুষ্ঠানে সিডনির খ‍্যাতনামা যন্ত্রশিল্পীরা সংগত করবেন- তবলায় অভিজিৎ ড‍্যান, গীটারে সোহেল খান এবং  কিবোর্ডে রাশনান যাদের সহযোগিতায় সন্ধ‍্যাটা হয়ে উঠবে প্রাণবন্ত ও স্মরণীয়। যারা এখনও টিকেট সংগ্রহ করেননি তারা পোস্টারে দেয়া কিউআর কোড থেকে টিকেট সংগ্রহ করতে পারেন।