প্রশান্তিকা প্রতিবেদন : সিডনিতে নৌটাংকি থিয়েটারের আমন্ত্রণে নাটক পরিবেশন করতে আসছে বাংলাদেশের নির্মাতা প্রতিষ্ঠান লোকযোগ কালেক্টিভস। আগামী ২৬ ও ২৭ জুলাই তারা প্যারামাট্টা রিভারসাইড থিয়েটারে দুটি প্রদর্শনী করবেন বলে জানা গেছে।
সাহিত্য থেকে মঞ্চে এই উত্তরণের আরেকটি উজ্জ্বল নিদর্শন হতে যাচ্ছে প্রয়াত কথাশিল্পী ফয়জুল ইসলাম সুমনের বিখ্যাত গল্প খোয়াজ খিজিরের সিন্দুক থেকে নাটক‘খোয়াজ খিজিরের সিন্ধুক অথবা চ্যাংটা হাবিবের অমরত্বের খোয়াবনামা’। বাংলাদেশের নির্মাতা প্রতিষ্ঠান লোকযোগ কালেক্টিভস চলতি মাসের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার সিডনিতে এই নাটকটি মঞ্চস্থ করতে যাচ্ছে একটি আন্তর্জাতিক নাট্য উৎসবে।
নাটকটি পরিবেশিত হবে দশম সাউথ এশিয়ান থিয়েটার ফেস্টিভ্যাল (SATF)-এ, যা অনুষ্ঠিত হবে Riverside Theatres, Parramatta, Western Sysney তে। ‘লোকযোগ কালেক্টিভস’ এই গল্পটিকে মঞ্চে রূপ দিতে গিয়ে গভীর মমতা ও যত্ন নিয়েছেন বলে জানিয়েছেন আয়োজকেরা।
লোকযোগ কালেকটিভ’র পক্ষ থেকে আহমেদ আবিদ জানান, ইতোমধ্যে ভিসা ও আনুষঙ্গিক প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে। সিডনির পথে রওয়ানা হচ্ছেন দলটির সদস্য ড. আহমেদ আবিদ, তানভীর আহমেদ, লুসি তৃপ্তি গোমেজ, শশাঙ্ক কুমার সাহা,পারভিন সুলতানা এবং আসমা নিপা ও মোহাম্মদ জাকির হোসেন । নাটকটি পরিকল্পনা ও নাট্য রূপ দিয়েছেন ড. আহমেদ আবিদ ও লুসি তৃপ্তি গোমেজ, নির্দেশানায় লুসি তৃপ্তি গোমেজ ও শশাঙ্ক কুমার সাহা, সঙ্গীত করেছেন মোহাম্মদ জাকির হোসেন, লাইটিংয়ে রেজাউল করিম, কোরিওগ্রাফিতে পারভীন সুলতানা এবং প্রপস, সেট ও ব্যাকগ্রাউন্ডে তানজিকুন।
এই অনন্য প্রয়াসের জন্য আমরা কৃতজ্ঞতা জানাই ‘লোকযোগ কালেক্টিভস’কে, যারা সদ্য প্রয়াত কথাশিল্পী ফয়জুল ইসলাম সুমন-এর এই কালজয়ী রচনাকে মঞ্চে জীবন্ত করে তুলেছেন। একই সঙ্গে কৃতজ্ঞতা জানানো হয়েছে Nautanki Theatre-কে, যারা নাটকটি এই আন্তর্জাতিক মঞ্চে প্রদর্শনের সুযোগ করে দিয়েছেন।
গল্পের কথা:
‘খোয়াজ খিজিরের সিন্ধুক’ কুয়া ঝড়ানি চ্যাংটা আর নজরের জীবনযুদ্ধ, বেঁচে থাকার লড়াই, জীবন বদলের স্বপ্ন এবং এক গভীর বিশ্বাসের নাট্যরূপ। এ শুধু এক নাটক নয়- এ এক অস্তিত্বের খোঁজ, হারিয়ে যাওয়া মানুষের জেগে ওঠার গল্প। এই নাটকের মধ্য দিয়ে লেখক ফয়জুল ইসলামও বেঁচে থাকবেন দর্শকের মঞ্চ-স্মৃতিতে এবং পাঠকের হৃদয়ে।
নাট্যগ্রন্থ ও প্রেক্ষাপট:
গল্পটি লেখকের দ্বিতীয় গল্পগ্রন্থ ‘খোয়াজ খিজিরের সিন্ধুক’-এর অংশ, যা ২০১৭ সালে ‘প্রথম আলো বর্ষসেরা সৃজনশীল গ্রন্থ-১৪২২’ হিসেবে স্বীকৃতি পায়। ২০০১ সালে ম্যাসাচুসেটসের উইলিয়ামস কলেজে অধ্যয়নরত অবস্থায় তিনি এই গল্পটি লেখেন। সাহিত্য ও নাটকের এই যুগলবন্দি এখন পৌঁছেছে আন্তর্জাতিক মঞ্চে।
খোয়াজ খিজিরের সিন্ধুক...অমরত্বের খোয়াবনামা'র সময়সূচি:
শনিবার, ২৬ জুলাই | দুপুর ১টা
রবিবার, ২৭ জুলাই | বিকেল ৪টা
স্থান: Riverside Theatres, Parramatta, Sydney
Australia
২০১২ সালে প্রতিষ্ঠিত নৌটাংকি থিয়েটার হলো সিডনির পশ্চিম অঞ্চলে অবস্থিত একটি অলাভজনক নাট্যসংগঠন, যারা দক্ষিণ এশীয় ঐতিহ্যভিত্তিক গল্প বলার মাধ্যমে সমসাময়িক অস্ট্রেলীয় সমাজে সাংস্কৃতিক সংলাপ গড়ে তোলে। গত এক দশকেরও বেশি সময়ে তারা সাতটি বড় প্রযোজনা উপস্থাপন করেছে এবং ২০১৬ সাল থেকে প্রতিবছর আয়োজন করছে সাউথ এশিয়ান থিয়েটার মেলা, যা অনুষ্ঠিত হয় পারামাট্টার Riverside Theatres-এ।
থিয়েটারের পক্ষ থেকে নীল ব্যানার্জি বলেন, এই মেলা শুধু নাটকের মঞ্চ নয় বরং এটি সংগীত, নৃত্য, গবেষণা, কমিউনিটি থিয়েটার ও উন্মুক্ত পরিবেশনার একটি প্রাণবন্ত মিলনমেলা যেখানে ভাষা, সংস্কৃতি, অভিবাসী অভিজ্ঞতা ও গল্প মিলেমিশে এক অভূতপূর্ব সৃজনশীলতার বৈচিত্র তৈরি করে। তিনি প্রবাসে বসবাসকারী সকলকে খোয়াজ খিজিরের সিন্দুকসহ অন্যান্য পরিবেশনা দেখার আমন্ত্রণ জানান।