সিডনিতে এক মঞ্চে কুমার বিশ্বজিৎ ও তানজির তুহিনের মেলবন্ধন

প্রশান্তিকা ডেস্ক : আগামী ৩০ আগস্ট সিডনির প্রবাসী বাংলাদেশিরা পাচ্ছেন এক বিরল সংগীতসন্ধ্যার সাক্ষী হওয়ার সুযোগ। বাংলাদেশের সংগীতজগতের কিংবদন্তি কুমার বিশ্বজিৎ এবং নতুন প্রজন্মের শ্রোতাদের প্রিয় শিল্পী তানজির তুহিন একই মঞ্চে গান পরিবেশন করবেন। অনুষ্ঠানটির নাম রাখা হয়েছে ‘লিজেন্ডস আনলিশড অস্ট্রেলিয়া সফর ২০২৫’। অনুষ্ঠানে বিশেষ উপস্থিতি থাকবে অভিনেতা মাজনুন মিজান। প্রশান্তিকার সাথে আলাপকালে মাজনুন জানান, অনুষ্ঠানটি ঘিরে সিডনিবাসী দর্শকদের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে। উন্নত মানের সাউন্ড সিস্টেম, আসন বিন্যাস এবং আনুষঙ্গিক সকল ব্যবস্থা গ্রহণ করে ব্যাংকসটাউন স্পোর্টস ক্লাবের থিয়েটার হল সাজানো হচ্ছে।
কিংবদন্তি কুমার বিশ্বজিৎ : চার দশকেরও বেশি সময় ধরে বাংলা সংগীতকে সমৃদ্ধ করে চলেছেন কুমার বিশ্বজিৎ। আশির দশকে ব্যান্ড সংগীত দিয়ে ক্যারিয়ার শুরু করলেও পরে একক অ্যালবাম ও প্লেব্যাক গানের মাধ্যমে তিনি হয়ে ওঠেন সর্বজনপ্রিয় শিল্পী। তাঁর কণ্ঠের আবেগ ও সুরেলা ভঙ্গি এখনো শ্রোতাদের মুগ্ধ করে রাখে।জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য-
- তুমি রোজ বিকেলে আমার বাগানে
- তোরে পুতুলের মতো করে সাজাইয়া
- এমন একটা তুমি চাই
- ও প্রিয় তুমি কোথায়
- ভালোবাসা তোমাকে পেলেই হয়
- আজ এই বিজন রাতে
তানজির তুহিন : অন্যদিকে, তানজির তুহিন বাংলা ব্যান্ডসংগীতের এক শক্তিশালী কণ্ঠ। তিনি শিরোনামহীন ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে পরিচিতি পান। তাঁর কণ্ঠের গভীরতা, ভিন্নধর্মী গায়কী ও আধুনিক গানের উপস্থাপন নতুন প্রজন্মকে সংগীতে টেনে আনে। সাম্প্রতিক সময়ে তিনি এককভাবে সংগীতচর্চা করছেন এবং ব্যান্ডসংগীতের ধারা থেকে শুরু করে ফিউশন, এক্সপেরিমেন্টাল সুর নিয়েও কাজ করছেন।তাঁর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে-
- একটা মানুষ
- হারিয়ে গিয়েছো তুমি
- যেতে নাহি দিব
- বৃষ্টির কাছে
- আবার হাসিমুখে
অনুষ্ঠানের টাইটেল স্পন্সর Gamma College. আরও রয়েছে Aus Dream Built, Global Accounting and Financial Service, Study Leap, CIA Lawers Australia.
শুধু সংগীত নয়, এই আয়োজনে বাড়তি মাত্রা যোগ করবেন জনপ্রিয় অভিনেতা মাজনুন মিজান। আয়োজকেরা জানিয়েছেন, প্রবাসী দর্শকদের জন্য এটি হবে এক অন্যরকম অভিজ্ঞতা, যেখানে কুমার বিশ্বজিতের আবেগঘন সুর ও তানজির তুহিনের আধুনিক গায়কী মিলিত হবে এক অনবদ্য সাংস্কৃতিক সন্ধ্যায়। অনুষ্ঠানের টিকিট বিক্রির দায়িত্ব নিয়েছে দেশি ইভেন্টস। আগ্রহী দর্শক নিচের লিংক থেকে টিকেট সংগ্রহ করতে পারবেন- DeshiEvents.com.au