সিডনিতে ডায়েরির পাতা- ৩ পর্বে গান শোনাবেন উজ্জ্বল

আতিকুর রহমান শুভ: দক্ষিণ গোলার্ধের এই দেশে ক্রমেই বেড়ে চলেছে বাঙালির পদযাত্রা। সঙ্গত কারণেই বাংলা গান, বাংলা নাটক, বাংলা সিনেমাসহ আমাদের ঋদ্ধ সংস্কৃতির সব প্রভা ছড়িয়ে পড়ছে প্রশান্ত মহাসাগরীয় অঙ্গনে। নিজাম উদ্দিন উজ্জ্বল তেমনি এক বাঙালি শিল্প-দ্যুতি, যিনি তাঁর সুললিত কণ্ঠে মোহিত করে রেখেছেন বাংলা ও ধ্রুপদী গানের ভূবন।
আসছে ৫ অক্টোবর, রবিবার সিডনির হার্স্টভিল সিভিক থিয়েটারে উজ্জ্বল গান শোনাবেন তাঁর ডায়েরির পাতা থেকে। এটি তাঁর টানা তিন বছর ধরে চলতে থাকা ডায়েরির পাতা সিরিজের তৃতীয় একক সংগীত আসর। বৈঠকি এই অনুষ্ঠানে বরাবরের মতো আমন্ত্রিত অতিথি ও দর্শকের সম্মিলন ঘটবে বলে জানিয়েছেন শিল্পী নিজাম উদ্দিন উজ্জ্বল।
সিডনি মিউজিক ক্লাব আয়োজিত এই আসরে উজ্জ্বলের সঙ্গে বাদ্যযন্ত্রে সংগত করবেন সিডনিবাসী প্রখ্যাত শিল্পীরা—তবলায় সুবীর গুহ, সেতারে ইয়াসির পারভেজ, কীবোর্ডে নীলাদ্রী চক্রবর্তী এবং গিটারে সোহেল খান। পরপর দু’ বছর ডায়েরির পাতা থেকে গান শোনাবার পর ভক্ত-দর্শকদের অনুরোধে আবারও মঞ্চে ফিরে আসছেন বলে জানিয়েছেন শিল্পী উজ্জ্বল। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে প্রশান্তিকা।
ছেলেবেলা থেকেই ক্ল্যাসিকাল গানের হাতেখড়ি হয় উজ্জ্বলের। সিডনিতে তাঁর প্রথম একক অনুষ্ঠান হয়েছিল ২০০৭ সালের ২৮ জুলাই, বারউড ফাংশন সেন্টারে। সেই অনুষ্ঠানের নাম ছিল তিলোক কমোদ। সেদিন তাঁর সঙ্গে সংগত করেছিলেন তবলায় মিহির এবং গিটারে জাহেদুল ইসলাম সোহেল। আমার সৌভাগ্য হয়েছিল সেই অনুষ্ঠান উপভোগ করার। সেদিনের গানের সন্ধ্যা থেকেই অসংখ্য শ্রোতা উজ্জ্বলের ভক্ত হয়ে আছেন।
সিডনিতে বঙ্গবন্ধু কাউন্সিলের আয়োজনে বৈশাখী মেলায় নিয়মিতভাবেই পথ প্রোডাকশন্স সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। প্রায় প্রতিবছর সেই আসরের মধ্যমণি হয়ে গান পরিবেশন করেন উজ্জ্বল। পাশাপাশি বেশ কয়েক বছর পথ প্রোডাকশন্স-এর ব্যানারে সিডনিতে জনপ্রিয় হয়েছিল আরেকটি অনুষ্ঠান—জলসা। জলসা-য় মূল গায়ক ও সংগীতশিল্পী হিসেবে একাধিক সিরিজে মুখ্য ভূমিকা পালন করেছেন তিনি।
উজ্জ্বল মনে করেন, তাঁর গান যদি শ্রোতাদের হৃদয়ে আন্দোলন তোলে, সেটাই শিল্পীর সার্থকতা। তাঁর মতে, শ্রোতাদের ভালোবাসা ও অনুপ্রেরণাতেই এত দূর আসা সম্ভব হয়েছে। ডায়েরির পাতা–৩ পর্বে শ্রোতাদের জন্য আরও ভালো লাগার গান—তাঁর ভাষায় “আরেকটি নতুন প্ল্যাটার”—নিয়ে হাজির হচ্ছেন উজ্জ্বল ও তাঁর বন্ধু বাদ্যযন্ত্রী শিল্পীরা।
অনুষ্ঠানটি আমন্ত্রিত দর্শকদের জন্য হলেও, আগ্রহী যে কোনো শ্রোতা প্রশান্তিকা কিংবা সিডনি মিউজিক ক্লাবের সঙ্গে যোগাযোগ করলে অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।