একুশে একাডেমি অস্ট্রেলিয়া’র পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রেস রিলিজ : গত ২৯ জুন ২০২৫, স্থানীয় সময় দুপুর ২টায় সিডনির অ্যাশফিল্ড সিভিক সেন্টারের হল রুমে একুশে একাডেমি অস্ট্রেলিয়ার আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল “বইমেলা ২০২৫ উত্তর এক পুনর্মিলনী” এক আনন্দঘন, আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের মধ্যাহ্নভোজ এবং কেক কাটার পর, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে পুনর্মিলনীর আনুষ্ঠানিক সূচনা হয়। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. সুলতান মাহমুদ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সাজু।
অনুষ্ঠানে গত বইমেলার সফলতা এবং ভবিষ্যতের সম্ভাবনা নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় উঠে আসে আগামী বছরগুলোতে কীভাবে বইমেলার আকর্ষণ ও ব্যাপ্তি আরও বিস্তৃত ও প্রাণবন্ত করা যায়।
প্রধান আলোচনায় অংশ নেন বিশিষ্টজনেরা জনাব শেখ শামিমুল হক, বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান তরুণ, গামা আব্দুল কাদের, অজয় দাশগুপ্ত, সফিকুল ইসলাম, ড. নাজমুন নাহার, ইসহাক হাফিজ, আনিসুর রহমান, ড. সিরাজুল হক এবং সরকার কবিরউদ্দিন প্রমুখ।
বক্তারা একুশে একাডেমির দীর্ঘ পথচলা, বিশেষ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব প্রতিষ্ঠায় এর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি বইমেলাকে আরও সফল করতে বাস্তবসম্মত ও গঠনমূলক পরামর্শ দেন।
আলোচনা পর্বের পর শুরু হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যার পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন একুশে একাডেমির সাংস্কৃতিক সম্পাদক আশিক সুজন।