অ্যাডিলেডে বিজিপিএএ এর বার্ষিক বৈজ্ঞানিক মহাসম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যা

অ্যাডিলেডে বিজিপিএএ এর বার্ষিক বৈজ্ঞানিক মহাসম্মেলন ও সাংস্কৃতিক সন্ধ্যা

প্রশান্তিকা ডেস্ক :  অ্যাডিলেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হলো বাংলাদেশী জেনারেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়া (বিজিপিএএ)-এর বার্ষিক সায়েন্টিফিক মহাসম্মেলন। শতাধিক বাংলাদেশি চিকিৎসকের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় লাল-সবুজের এক প্রাণময় মিলনমেলায়।

 

সকাল ৯টায় শুরু হওয়া এই আয়োজনে ছিল চিকিৎসকদের জন্য পেশাগত শিক্ষামূলক সেমিনার, সিপিডি প্রোগ্রাম ও বিভিন্ন ক্লিনিকাল আলোচনা। উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য দেন বিদায়ী সভাপতি ডা. নিজামুল ইসলাম ও সাধারণ সম্পাদক ডা. রফিকুর রহমান। অনুষ্ঠানে প্রথিতযশা বিশেষজ্ঞরা গুরুত্বপূর্ণ কেস প্রেজেন্টেশন করেন, যা অংশগ্রহণকারী চিকিৎসকদের জন্য তাৎপর্যপূর্ণ অভিজ্ঞতা হয়ে ওঠে।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এজিএম, যেখানে পরবর্তী বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। এতে ডা. পারভেজ খান প্রেসিডেন্ট এবং ডা. সাজিদুল ইসলাম সভাপতি হিসেবে নির্বাচিত হন।

সন্ধ্যায় আয়োজন করা হয় গালা ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা- “আমাদের ইত্যাদি”। বাংলাদেশি চিকিৎসক পরিবারগুলোর আন্তরিক ও প্রাণবন্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে রঙিন ও উচ্ছ্বাসময়। নাচ, গান, কবিতা ও দর্শকদের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় মেতে ওঠেন দুইজন সঞ্চালক। রাতের শেষ অংশে অ্যাডিলেডের জনপ্রিয় ব্যান্ড ‘রং’ জমজমাট পরিবেশনা উপহার দেয়।

রাত ১১টার দিকে নানা স্মরণীয় মুহূর্ত ও আনন্দঘন অভিজ্ঞতার মধ্য দিয়ে এই বছরের মহাসম্মেলনের সফল সমাপ্তি ঘোষণা করেন আয়োজকরা।