অস্ট্রেলিয়ার প্রেক্ষাগৃহে ‘উৎসব’-এর জয়জয়কার

প্রশান্তিকা প্রতিবেদন : বাংলাদেশে ঈদ উপলক্ষে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘উৎসব’ ইতোমধ্যে প্রায় ৪ কোটি দর্শক ছুঁয়েছে। দেশের গণ্ডি পেরিয়ে এই ছবির রেশ ছড়িয়ে পড়েছে বিদেশেও। অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রেক্ষাগৃহে এখন চলছে ‘উৎসব’-এর মহাসমারোহ।
গুণী নির্মাতা তানিম নূর পরিচালিত এই চলচ্চিত্রটি পথ প্রোডাকশনের ব্যানারে সিডনি, মেলবোর্ন, ব্রিসবেন, ক্যানবেরা, অ্যাডেলেইড, পার্থসহ বিভিন্ন শহরে প্রদর্শিত হচ্ছে।
সিনেমাটির প্রদর্শনী উপলক্ষে সিডনি এসেছেন অভিনেতা সৌম্য জ্যোতি। সঙ্গে রয়েছেন তাঁর বাবা নাট্যকার বৃন্দাবন দাশ, মা অভিনেত্রী শাহনাজ খুশি এবং ভাই দিব্য জ্যোতি। তাঁরা সিনেমা হলে দর্শকদের সঙ্গে কুশল বিনিময় করছেন, ভাগ করে নিচ্ছেন ‘উৎসব’-কে ঘিরে অনুভূতি। বলা যায়, এ এক নতুন উৎসবে রূপ নিয়েছে প্রবাসী বাঙালির জীবনে।
পথ প্রোডাকশনের পক্ষ থেকে শাওন অরিজিৎ জানান, ‘উৎসব’ অস্ট্রেলিয়ায় মুক্তিপ্রাপ্ত অন্যতম সফল ছবি আয়নাবাজি-এর রেকর্ড ছুঁতে চলেছে। ইতোমধ্যে প্রায় ১২০০ দর্শক সিনেমাটি উপভোগ করেছেন। সামনে আরও অনেকগুলো শো রয়েছে। সেগুলোর দর্শকসংখ্যা যুক্ত হলে হয়তো আয়নাবাজি-এর রেকর্ডও ছাড়িয়ে যেতে পারে।
তিনি আরও জানান, “সিডনিতে স্কুল হলিডের সময় সুপারম্যানসহ হলিউডের একাধিক আলোচিত ছবি চলায় ‘উৎসব’-এর জন্য হল বুকিং পাওয়া বেশ জটিল হয়ে পড়েছে। তবে ছুটির পর আরও বেশ কিছু শো আয়োজন নিশ্চিত করা সম্ভব হবে।”
গতকাল শুক্রবার সন্ধ্যায় পরিবার নিয়ে ‘উৎসব’ দেখতে আসেন সিডনির জনপ্রিয় অভিনেত্রী হিন্দিভিন্দি সিমেমায় নামকরা অভিনেত্রী রুপন্তী আকিদ। ছবি শেষে তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “‘উৎসব’ দেখে আমি অত্যন্ত মুগ্ধ ও অনুপ্রাণিত। সৌম্যর অভিনয় ছিল অসাধারণ, আমি তাকে সেটা বলেও এসেছি। এই সিনেমাটি নিঃসন্দেহে মাস্ট-ওয়াচ।”
পরিচালক তানিম নূর-এর এটি দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। তাঁর প্রথম চলচ্চিত্র ছিল ‘ফিরে এসো বেহুলা’। নতুন ছবি ‘উৎসব’ নির্মাণ করেছেন বিশ্বখ্যাত সাহিত্যকর্ম চার্লস ডিকেন্স-এর ‘ক্রিসমাস ক্যারোল’ অবলম্বনে।
ছবিতে অভিনয় করেছেন দেশের গুণী অভিনয়শিল্পীরা- জাহিদ হাসান, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম, তারিক আনাম খান, সাদিয়া আয়মান, সৌম্য জ্যোতি প্রমুখ। সিনেমার ট্যাগলাইন- “উৎসব, পরিবার ছাড়া দেখা নিষেধ”- এমনই এক আবহ তৈরি করেছে, যা দেশে ও বিদেশে দর্শকদের পরিবারসহ প্রেক্ষাগৃহে টেনে আনছে।
অস্ট্রেলিয়ায় উৎসবের আপকামিং শো সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন টিকেটিং পার্টনার গানবাকশো’র ওয়েবসাইটে:
🔗 https://gaanbaksho.com.au/utshob