সিডনির বিচে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার আয়োজনে বৃহৎ পিকনিক
গত ১৮ অক্টোবর, শনিবার অস্ট্রেলিয়ার সিডনির Wollongong’s Lake Illawarra-এর Kiyong Beach যেন একদিনের জন্য পরিণত হয়েছিল মিনি বাংলাদেশে। অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার (AMWC)-এর উদ্যোগে আয়োজিত ‘কমিউনিটি পিকনিক ২০২৫’-এ অংশ নেন প্রায় ৬৫০ জন প্রবাসী বাংলাদেশি। শিশু, তরুণ-তরুণী ও প্রবীণদের মিলনে বিচটি দিনভর মুখর ছিল উৎসবের আমেজে।
সকালের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় বিচের পাশে অতিথিদের আগমন শুরু হয় ভোর থেকেই। সূর্যোদয়ের আগে থেকেই সংগঠনের সদস্যরা কাউন্সিলের দুটি শেড, নিজস্ব চারটি তাবু এবং অতিথিদের টেন্ট স্থাপন করে সাজিয়ে তোলেন স্থানটি। দেশীয় আমেজে পিকনিক শুরু হয় সিঙ্গারা, রুটি, সসেজ ও চায়ের সকালের নাস্তায়।
দুপুরের খাবারের আগে আয়োজন করা হয় নানা বয়সভিত্তিক খেলাধুলা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। প্রায় ৬০ জন শিশু চিত্রাঙ্কনে অংশ নেয়। বালক-বালিকাদের জন্য বাকেটে বল নিক্ষেপ, বয়স্কদের জন্য চোখ বেঁধে হাঁড়ি ভাঙা এবং সকার গোল প্রতিযোগিতা ছিল বিশেষ আকর্ষণ। মহিলাদের জন্য ছিল জনপ্রিয় ‘পিলো প্রতিযোগিতা’। ক্রীড়া আয়োজনের দায়িত্বে ছিলেন সংগঠনের সদস্য আবদুস সোবহান, তাঁকে সহযোগিতা করেন কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা।
দুপুরে নামাজের বিরতি শেষে অনুষ্ঠিত হয় মধ্যাহ্নভোজ। নামাজের ইমামতি করেন সংগঠনের প্রাক্তন সভাপতি গোলাম কিবরিয়া। দোয়ার পর অতিথিদের পরিবেশন করা হয় বাংলাদেশি খাবার—মুরগির রোস্ট, বিফ রেজালা, সবজি, সালাদ ও ঠান্ডা পানীয়। খাবার সরবরাহে ছিল অলি কিচেন, যার তত্ত্বাবধানে ছিলেন অলি রহমান ও তাঁর সহযোগীরা।
খাবারের পর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন সংগঠনের সভাপতি ড. আনিসুল হক, সাধারণ সম্পাদক সাদিকুর রহমান মুন, কোষাধ্যক্ষ জাহেরুল ইসলাম, ক্যাম্বেলটাউন সিটি কাউন্সিলর মাসুদ চৌধুরী, আশিকুর রহমান অ্যাশ, ইব্রাহিম খলিল মাসুদ এবং প্রাক্তন সভাপতি গোলাম কিবরিয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন আবদুস সোবহান।
পড়ন্ত বিকেলে অতিথিদের জন্য পরিবেশন করা হয় চা, পায়েস ও দেশীয় মুড়ি-চানাচুর। আয়োজনটি তত্ত্বাবধান করেন আপ্যায়ন সম্পাদক শফিউর রহমান এবং সহায়তা করেন কমিটির সদস্য ও ভলান্টিয়াররা। প্রাকৃতিক বাতাস ও ঢেউয়ের সুরে সবাই মেতে ওঠেন নির্ভার আনন্দে।
সভাপতি ড. আনিসুল আফছার বলেন,
“সংগঠনের প্রথম পিকনিক আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। কমিউনিটির বিপুল সাড়া আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতে আরও বড় আয়োজন করার ইচ্ছা রয়েছে।”
২০২৫–২০২৭ মেয়াদের নির্বাচনে আনিছ–সাদিকুর প্যানেল বিজয়ী হওয়ার পর এটি ছিল নতুন কমিটির প্রথম অনুষ্ঠান। উপস্থিত অতিথিরা বলেন, “এত বিশাল আয়োজনে এটি সিডনির অন্যতম সফল পিকনিক—যা ভবিষ্যৎ কার্যক্রমের মাইলফলক হয়ে থাকবে।”
উল্লেখ্য, ২০০৭ সালে প্রতিষ্ঠার পর থেকে অস্ট্রেলিয়ান মুসলিম ওয়েলফেয়ার সেন্টার নিয়মিতভাবে ধর্মীয়, শিক্ষামূলক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের উদ্যোগে অনুষ্ঠিত হয় ঈদের জামাত, ইফতার, তারাবীহ নামাজ, কোরআন প্রতিযোগিতা, সানডে মাদ্রাসা, মহিলা প্রশিক্ষণ, ভলিবল টুর্নামেন্ট, ফিউনারেল ফান্ড, জাকাত–ফিতরা প্রকল্প এবং আর্থিক সহায়তা কার্যক্রম। বর্তমানে সংগঠনের আর্থিক সদস্য সংখ্যা প্রায় ১৫০০ জনেরও বেশি, যা সিডনির অন্যতম বৃহত্তম বাংলাদেশি সংগঠন হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।




