সিডনিতে বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

সিডনিতে বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে জাতীয় শোক দিবস পালিত

সুহৃদ সোহান হক : ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার উদ্যোগে সিডনির ইঙ্গেলবার্নের গ্রেগ পার্সিভাল কমিউনিটি সেন্টারে এক শোকসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রবাসী বাঙালিরা বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নজরুল ইসলাম। গীতা পাঠ করেন ড. রতন কুণ্ডু, বাইবেল পাঠ করেন পল চার্লস মধু এবং ত্রিপিটক পাঠ করেন জিনাশীষ বড়ুয়া। এরপর এক মিনিট নীরবতা পালন করা হয় এবং পরিবেশিত হয় বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত।

মূল আলোচনা পরিচালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক কৃষিবিদ আব্দুল জলিল। প্রধান বক্তা ছিলেন সিডনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম।

এছাড়া বক্তৃতা করেন- 

  • ড. সিরাজুল হক (সভাপতি, অস্ট্রেলিয়া আওয়ামী লীগ),
  • ড. মোহাম্মদ আলী কাজী 
  • ড. নুরুর রহমান,
  • প্রাবন্ধিক ও কলামিস্ট অজয় দাশগুপ্ত,
  • গামা আব্দুল কাদির 
  • ড. রবিউল করিম,
  • ড. শাখাওয়াৎ নয়ন, 
  • ড. প্রদীপ মাহবুব,
  • ড. আবুল হাসনাৎ মিল্টন,
  • রফিক উদ্দিন (বঙ্গবন্ধু পরিষদ নেতা),
  • আনিসুর রহমান রিতু, 
  • হারুনুর রশিদ ও গিয়াসুদ্দিন মোল্লা, প্রমুখ। 

বঙ্গবন্ধু স্মরণে কবিতা পাঠের আসরটি পরিচালনা করেন ড. রতন কুণ্ডু। এতে অংশ নেন—

  • নির্মাল্য তালুকদার (নির্মলেন্দু গুণের কবিতা),
  • পূরবী বড়ুয়া (নিজস্ব কবিতা),
  • নাসরিন মোফাজ্জেল (সৈয়দ শামসুল হকের আমার পরিচয়),
  • আরিফুর রহমান পাশা (আনিসুল হকের ৩২ নম্বর মেঘের ওপরে),
  • সুহৃদ সোহান হক (নিজস্ব কবিতা)।

এছাড়া দেশাত্মবোধক গান পরিবেশন করেন নিলুফা ইয়াসমিন। তাঁকে সঙ্গত করেন ফারহানা তাসনিম বন্যা ও অনীলা পারভীন।

বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধা এনায়েতুর রহিম বেলাল ও মিজানুর রহমান তরুণ। শোকসভায় উপস্থিত ছিলেন সিডনির বিশিষ্ট সমাজকর্মী, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাকি খন্দকার ও রফিক উদ্দিনের নেতৃত্বাধীন বঙ্গবন্ধু পরিষদের সদস্যরা।