সিডনিতে ‘এমপাওয়ার্ড পাথওয়েজ’: নারীর ক্ষমতায়নে ব্যতিক্রমী উদ্যোগ
কিছু সাধারণ মেয়েদের অসাধারণ প্রচেষ্টা- এই ভাবনাকেই বাস্তবে রূপ দিল সিডনি বাংলা উইমেনস নেটওয়ার্ক (SBWN)। প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান বাংলাদেশি কমিউনিটিতে নারীর ক্ষমতায়নকে কেন্দ্র করে তারা আয়োজন করে “Empowered Pathways: Job Fair and Career Summit” শীর্ষক এক অনন্য কর্মসংস্থান ও ক্যারিয়ারমেলা।
গত রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, কাম্বারল্যান্ড কাউন্সিলের সহযোগিতায় গ্রানভিল টাউন হলে অনুষ্ঠিত হয় দিনব্যাপী এই আয়োজন।
SBWN-এর সভাপতি ড. নাহিদ সায়মা নতুন প্রবাসী ও শিক্ষার্থীদের কর্মজীবনে দিকনির্দেশনা দিতে আমন্ত্রণ জানান দুই সফল বাংলাদেশি উদ্যোক্তাকে-
- আশিক আহমেদ, Deputy নামের ১.১ বিলিয়ন ডলারের টেক কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা, এবং
- মোহাম্মদ শামীম, Shamim Group-এর কর্ণধার, যিনি বর্তমানে অস্ট্রেলিয়া জুড়ে ১০৮টি Subway স্টোর পরিচালনা করছেন।
দুজনই পুরো দিনটি ব্যয় করেন তরুণ প্রজন্মকে অনুপ্রেরণা ও দিকনির্দেশনা দিতে।
এ আয়োজনে অংশ নেয় নয়টি প্রতিষ্ঠান—যাদের মধ্যে ছিল Sydney TAFE, Granville TAFE, Migrate Resource Centre, Auburn Youth Centre, Invicta Technical College, Assure Abilities, EdVerse Global Dhaka এবং JICS Australia।
তারা উপস্থিত প্রবাসী নারী ও শিক্ষার্থীদের হাতে-কলমে সহায়তা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান সংক্রান্ত তথ্য প্রদান করেন।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন SBWN সদস্য নোরা পারভেজ। শুরুতেই কফি, আলাপ ও নেটওয়ার্কিং-এর মাধ্যমে অতিথিদের স্বাগত জানানো হয়।
উদ্বোধনী পর্বে বক্তব্য দেন কাম্বারল্যান্ড সিটি কাউন্সিলের ডেপুটি মেয়র কাউন্সিলর সুমন সাহা ও কাউন্সিলর সুসাই বেঞ্জামিন OAM।
দুপুরে SBWN সদস্য হুমা ওয়ালেস তাসনিমের পরিচালনায় অনুষ্ঠিত হয় এক বিশেষ প্যানেল আলোচনা, যেখানে অংশ নেন পাঁচজন প্রবাসী বাংলাদেশি অগ্রণী নারী ও উদ্যোক্তা—
- আশিক আহমেদ, যিনি তার জীবনযাত্রা ও মেন্টরশিপের গুরুত্ব তুলে ধরেন;
- মোহাম্মদ শামীম, যিনি ‘স্যান্ডউইচ আর্টিস্ট’ থেকে ২০০০ জন কর্মীর নেতৃত্বদাতা হওয়ার অনুপ্রেরণামূলক গল্প শোনান;
- অরুলিয়া রহমান, ২৫ বছরের অভিজ্ঞতায় অভিবাসীদের দক্ষতা উন্নয়নে কাজের অভিজ্ঞতা শেয়ার করেন;
- আয়েশা জে. বিভা, নিউরোসায়েন্স কোচ, মানসিক সুস্থতা ও আত্মবিশ্বাস নিয়ে কথা বলেন;
- ড. সাবরিন ফারুকী OAM, শিক্ষা ও স্বনির্ভরতার গুরুত্ব তুলে ধরেন;
- আর ড. নাহিদ সায়মা নিজের প্রবাসজীবনের একাকিত্বকে শক্তিতে রূপান্তর করার গল্প বলেন।
নাহিদ সায়মা তার বক্তব্যে তিনি বলেন, আমরা ভালোবাসা, ঐক্য ও উদ্দেশ্যের শক্তিতে একে অপরকে উজ্জ্বল করি।
বিকাল থেকে SBWN সদস্যরা বিভিন্ন ওয়ার্কশপ পরিচালনা করেন। যেখানে অংশগ্রহণকারীরা শিখেছেন রেজুমে লেখা, ইন্টারভিউ দক্ষতা, অস্ট্রেলিয়ান কর্মসংস্কৃতি, মানসিক স্বাস্থ্য সচেতনতা ও নেটওয়ার্ক গঠনের কৌশল। বিশেষ সেশন ছিল সরকারি চাকরি, প্রারম্ভিক শিশু শিক্ষা ও মানসিক স্বাস্থ্য নিয়ে।
অনেক অংশগ্রহণকারীর কাছে এটি ছিল জীবনের এক মোড় পরিবর্তনের অভিজ্ঞতা। কেউ কেউ বলেন, “আজ মনে হলো আমি দৃশ্যমান, আমি সক্ষম, আমি প্রস্তুত আমার পরবর্তী পদক্ষেপের জন্য।” এই আয়োজন প্রমাণ করেছে- মন, মমতা ও মিশনের সমন্বয়ে প্রতিটি নারীই আলোকিত হতে পারে।
“Empowered Pathways: Job Fair and Career Summit” প্রবাসী বাংলাদেশি নারীদের জীবনে রেখে গেছে নতুন আশার আলো, আত্মবিশ্বাস ও একতার বার্তা।
এই অনুষ্ঠানটি আয়োজিত হয় কাম্বারল্যান্ড কাউন্সিল গ্রান্ট-এর সহায়তায়।
স্বাদ ও আতিথ্যের আয়োজন করেন নারী উদ্যোক্তা জান্নাতুল, তার প্রতিষ্ঠান রয়্যাল প্ল্যাটার অস্ট্রেলিয়া-এর পক্ষ থেকে। স্থান সজ্জা ও সৌন্দর্যে সহায়তা করেন Qanitaz Event Solutions, আর অনুষ্ঠানটির মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন Photography by Namrata Khan।




