সিডনিতে আইইবি অস্ট্রেলিয়া চ্যাপ্টারের ২০২৫ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সিডনিতে আইইবি অস্ট্রেলিয়া চ্যাপ্টারের ২০২৫ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

সংবাদ বিজ্ঞপ্তি: ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) – অস্ট্রেলিয়া চ্যাপ্টারের ২০২৫ সালের বার্ষিক সাধারণ সভা (AGM) রবিবার সিডনির মার্সডেন পার্ক নেবারহুড সেন্টারে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে। অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর থেকে আগত ৪০ জনেরও বেশি সদস্য—যাঁদের মধ্যে ছিলেন অনেক গুণী ও অভিজ্ঞ প্রকৌশলী—এই সম্মেলনে অংশ নেন।

সভাটি সঞ্চালনা করেন ড. ইঞ্জিনিয়ার আবদুল্লাহ আল মামুন। শুরুতেই অস্ট্রেলিয়ার ভূমির ঐতিহ্যবাহী মালিকদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল তিনজন বরেণ্য ব্যক্তিত্ব—প্রফেসর আহমদুল আমিন, ইঞ্জিনিয়ার শফিউল করিম ও প্রফেসর ড. মুহাম্মদ রেজাউল করিম—এর উপস্থিতি, যা অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব যোগ করে।

চ্যাপ্টারের সেক্রেটারি ড. এএইচএম কামরুজ্জামান ২০২৪-২৫ সময়কালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি আইইবি অস্ট্রেলিয়া চ্যাপ্টারের বিভিন্ন সাফল্যের চিত্র তুলে ধরেন, বিশেষ করে বাংলাদেশের ‘ওয়াশিংটন অ্যাকর্ড’-এ অন্তর্ভুক্তির বিষয়টি। কোষাধ্যক্ষ ইঞ্জিনিয়ার রাশিদ পাটোয়ারী আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন, যা স্বচ্ছতা ও দায়িত্বশীলতার প্রতিফলন ঘটায়।

প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার পারভেজ শাহ ও সহকারী কমিশনার ইঞ্জিনিয়ার নূর হোসেন নির্বাচন কমিশনের প্রতিবেদন পেশ করেন।

এছাড়াও, চ্যাপ্টারের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা প্রদান করেন প্রফেসর ড. রেজাউল করিম, সাথে ছিলেন ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সোহেল করিম ও অন্যান্য সদস্যবৃন্দ।

পরবর্তী পর্বে ড. ইঞ্জিনিয়ার রফিকুল ইসলামের পরিচালনায় এক উন্মুক্ত প্রশ্নোত্তর ও মতবিনিময় অনুষ্ঠিত হয়, যেখানে সদস্যরা ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গঠনমূলক আলোচনা করেন।

সমাপনী বক্তব্যে চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুল মতিন উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং একটি কেক কাটার মাধ্যমে সাম্প্রতিক অর্জন উদযাপন করা হয়। এরপর ছিল এক প্রাণবন্ত লাঞ্চ ও নেটওয়ার্কিং সেশন, যা সদস্যদের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা আরও দৃঢ় করে।