সুরের ধারা আয়োজিত নজরুল সুরঞ্জলি : মনোমুগ্ধকর একটি সন্ধ্যা

সুরের ধারা আয়োজিত নজরুল সুরঞ্জলি : মনোমুগ্ধকর একটি সন্ধ্যা

লোকমান হাকিম : সিডনির সাংস্কৃতিক পরিমণ্ডলে এক সুরভিত সন্ধ্যা উপহার দিল সংগঠন ‘সুরের ধারা’। গত ৪ অক্টোবর ২০২৫, শনিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে গ্লেনফিল্ড কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো নজরুল-ভিত্তিক এক অনবদ্য সংগীতানুষ্ঠান ‘নজরুল সুরঞ্জলি’।

গান, নৃত্য, আবৃত্তি ও শরোদবাদনের সমন্বয়ে গড়ে ওঠা এ অনুষ্ঠানটি ছিল এক অপূর্ব সাংস্কৃতিক অভিজ্ঞতা। ১৫টি গান নিয়ে সাজানো এই আয়োজনে ছয়জন শিল্পীর একক ও সম্মেলক পরিবেশনা মুগ্ধ করেছে উপস্থিত দর্শকদের।

অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সুরের ধারার কর্ণধার মামুন হাসান খান। তাঁর যত্নে ও দীর্ঘ মহড়ায় শিল্পীরা উপহার দেন প্রাণবন্ত পরিবেশনা।

অনুষ্ঠান শুরু হয় দুটি সম্মেলক গান দিয়ে— প্রথমটি দাদরা তালে “ও ভাই খাঁটি সোনার চেয়েও খাঁটি আমার দেশের মাটি”, এবং দ্বিতীয়টি ত্রিতালে “তোমার বিনার তারে”। সমাপনীতে পরিবেশিত হয় কাহারবা তালে গণ-উদ্দীপনামূলক গান “আমি যুগে যুগে আসিয়াছি”। প্রতিটি গানে ছিল ভিন্ন তাল, ভিন্ন আঙ্গিক, কিন্তু একাত্ম আবেগ।

গান পরিবেশন করেন মামুন হাসান খান, নায়না ছারাহ, সাজিয়া হোসেন প্রৈতি, লুবাবা ইসলাম, তামিমা শাহরীন, এবং পিয়াল পাপড়ি। সবাই নজরুল সংগীতে প্রশিক্ষণপ্রাপ্ত; তাঁদের নিবেদিত কণ্ঠে প্রতিটি গান ছুঁয়ে যায় শ্রোতাদের হৃদয়।

গানের ফাঁকে বিশেষ পরিবেশনায় নজরুল সুরে শরোদ বাজান বাংলাদেশের কিংবদন্তি সংগীত পরিবার খান পরিবারের কৃতি সন্তান তানিম হায়াত খান। তাঁর পরিবেশনা শ্রোতাদের বিমোহিত করে রাখে।

এছাড়া কবিতা আবৃত্তিতে ছিলেন সিডনির প্রিয় শিল্পী শাহিন শাহনেওয়াজ। তাঁর কণ্ঠের আবেগে স্তব্ধ নীরবতা ছড়িয়ে পড়ে হলে। নৃত্যে অর্পিতা সোম চৌধুরী বরাবরের মতোই দর্শক মুগ্ধ করেন তাঁর গুণগ্রাহী উপস্থাপনায়।

যন্ত্রানুষঙ্গে ছিলেন দক্ষ শিল্পীরা—

  • হারমোনিয়াম: মামুন হাসান খান
  • তবলা: অভিজিৎ ড্যান
  • গিটার: সোহেল খান
  • কিবোর্ড: রবিন ভৌমিক
  • মন্দিরা: লোকমান হাকিম

তাঁদের নিখুঁত সুরসঙ্গতে প্রতিটি গান পায় পরিপূর্ণতা।

অনুষ্ঠানটি প্রাণবন্ত করে তোলেন সঞ্চালক আমব্রিন জয়া, তাঁর সাবলীল উপস্থাপনায় সুরের সন্ধ্যা পায় এক বিশেষ মাত্রা। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন আসিফ ও আয়ান, পিতা-পুত্রের দক্ষতা অনুষ্ঠানের সফলতায় যোগ করে নীরব ভূমিকা।

“প্রথম প্রদীপ জ্বালো” এই প্রতিজ্ঞায় ‘সুরের ধারা’ আগামী আয়োজনের প্রতীক্ষায় রেখে গেল সিডনির সংগীতপ্রেমীদের হৃদয়ে এক মধুর সুরের অনুরণন।